আবদুল্লাহ আল মামুন,যশোর:

যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকায় কবিতা নামে এক বৃদ্ধা মহিলা ক্ষুদার যন্রনায় অনাহারে কাকড়া খেয়ে ক্ষুদা নিবারণ করতে দেখা যায়।

শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকার বাইপাস সড়কের ভবেরবেড়ে বৃদ্ধা মহিলকে একাকি পড়ে থাকতে দেখা যায়।

অনেক দিন ধরে তিনি ক্ষুদার জ্বালায় গাছের কাঁচা ফল বিলের কাঁচা মাছ ও কাকড়া খেয়ে বেঁচে আছেন।

তাকে এইভাবে কষ্টে শীতে অনাহারে জীবন যাপন করতে দেখা গেলে এলাকার সচেতন নাগরিকগণ তাকে ইতিমধ্যে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ।

বৃদ্ধা মহিলাকে দেখতে যান এবং খাবার শীতবস্ত্র দেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান এবং বলেন খুব দ্রুত এই অসহায় বৃদ্ধি মহিলাকে একটি ঘর ও ভালভাবে থাকা খাওয়ার ব্যাবস্থা করবো ইনশাআল্লাহ।

এবং তিনি বলেন শুধু এই মহিলা নয় সারাদেশে অনাহারে পথের ধারে পড়ে আছে অনেক অসহায় হত দরিদ্র নারী পুরুষ, আসুন আমরা সবাই এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কে একটু শান্তিতে রাখার চেষ্টা করি ।