মোঃ জসিম উদ্দিন,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের খানসামা উপজেলার ছয়টি ইউনিয়নে তিনটি পদে সর্বমোট ৩৩৫ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৬ জন ও জাতীয় পার্টি মনোনীত ২ জন এবং ২৮ স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এছাড়াও ৬টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২২৫ জন এবং সংরক্ষিত পদে ৭৪ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কমিশন সুত্রে ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১ নং আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন এবং এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ২ নং ভেড়ভেড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৯ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
৪ নং খামারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৭ জন এবং সাধারণ সদস্য পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ৫ নং ভাবকি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন ও ৬ নং গোয়ালডিহি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন এবং সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিকরুল ইসলাম বলেন, প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মনোনয়ন ফরম দাখিল করেছেন। তিনি আরো বলেন মনোনয়ন বাছাই আগামী ২৯ নভেম্বর, আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ২৬ ডিসেম্বর।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।