মাসুদ রানা লেমন , ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামে সাপের কামড়ে রুবেল (২৫) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের রশিদ আলীর ছেলে, বুধবার আজ রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে যায়, বুধবার রাত সাড়ে ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় তার রুমে অজ্ঞাত বিষধর সাপ তাকে দংশন করে। সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনুমানিক সকাল ১০ টার দিকে তাকে মৃত্যু ঘোষণা করেন। এ বিষয়ে চেয়ারম্যান মুকুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।