আশিক মিনা, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি হাঁসের খামারে দুর্বৃত্তদের দেয়া বিষ মেশানো খাবার খেয়ে ৮২ টি হাঁস মারা গেছে। গত রবিবার রাতে উপেজলার সাদুল্লাপুর ইউনিয়নের পশ্চিম নৈয়ারবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। কিন্তু, সোমবার সকালে খামারে গিয়ে দেখতে পায় খামারের ৮২ টি হাঁস মরে পড়ে আছে, হাঁসের খাবারের পানিতে মেশানো বিষক্রিয়া থেকেই হাঁসগুলো মারা গেছে বলে ধারনা করা হচ্ছে। এই ঘটনায় ভূক্তভুগী কৃষক ভাংঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেছন । ভূুক্তভোগী বাসুবেদ বাড়ৈ জানান, এই হাঁসগুলোই ছিলো আমার সংসার চালানোর একমাত্র অবলম্বন । এতোগুলো হাঁস মারা যাওয়ায় আমি দিশেহারা হয়ে গেছি। যারা আমার এতোবড়ো ক্ষতি করেছে তাদের কঠিন শাস্তির দাবি করছি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভাংগারহাট নৌ-তদন্ত কেন্দ্রের এস.আই ও তদন্ত কর্মকর্তা মাজেদ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্তপূর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে ।