মনির খান, স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হাট মিঠাপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ বাকি বিল্লাহর দুর্নীতির কাছে হার মেনেছে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র অভিভাবকগণ।

প্রথমে উক্ত দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনের মিটিংয়ে ১নং নলদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ পাখি ও ওই এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্র মাদ্রাসার সুপার মো:বাকি বিল্লাহর প্রস্তাবের ভিত্তিতে ৪ জন কে ম্যানেজিং কমিটির সদস্য মনোনীত করা হয়েছিল। এবং সেই ৪ জন হলেন:

১/আবুজার মোল্লা, চাকুলিয়া। ২/মোঃ শামীম হোসেন, ব্রাহ্মণী নগর। ৩/মোঃ রিজাউল মোল্লা,হাড়িগড়া। ৪/মোঃ বনি আমিন, কোমখালী এই ৪ জনকে ম্যানেজিং কমিটির সদস্য মনোনীত করা হয়।

পরবর্তীতে নলদী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি ও মাদ্রাসা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ দেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অত্র মাদ্রাসার সুপার মোঃ বাকি বিল্লাহ তাহার মন গড়া নতুন একটি ম্যানেজিং কমিটি গঠন করেন। নখখালী দাখিল মাদ্রাসায় ২জন সদস্যের বাচ্চারা পড়ে না, অথচ ওই কমিটির সদস্য করা হয়েছে। ১/মহিলা সদস্য খাদিজা, পুরুষ সদস্য আহাদ কে।

যাহা সুপারের ও সভাপতির আপনজনদের নিয়ে ১২ জনের একটি কমিটি। প্রথম কমিটি গঠন করার সময় ৪ টি গ্ৰাম থেকে নির্বাচিত করা হয় হাড়িগড়া গ্ৰামের রিজাউল মোল্লা কে । কিন্তু সুপার দুর্নীতির আশ্রয় নিতে গিয়ে মোঃ রিজাউল মোল্লা কে ও বাদ দিয়েছেন। রিজাউল মোল্লা বলেন আমি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছি।

আরো পড়ুন….

রিজাউল মোল্লার লিখিত তথ্যের ভিত্তিতে ও সরেজমিনে গিয়ে মাদ্রাসার সুপার ও অন্যান্য শিক্ষকদের সাথে কথা বলে জানা যায় উক্ত কমিটির বিবরণ সম্পর্কে। মাদ্রাসার সুপার ও সভাপতির আপনজনদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে যাহা একে অপরের সম্পর্ক সহ নিম্নে উপস্থাপন করা হলো।

১/ সভাপতি মোঃ কাইজার মোল্লা ২/সদস্য সচিব মোঃ বাকি বিল্লাহ,সভাপতির ভগ্নিপতি। ৩/ছাত্র অভিভাবক মোঃ আবুজার মোল্লা, সভাপতির মামা। ৪/ছাত্র অভিভাবক মোঃ বনি আমিন। সভাপতির ভগ্নিপতি। ৫/ ছাত্র অভিভাবক খাদিজা খানম, সভাপতির ভাইয়ের স্ত্রী। ৬/ছাত্র অভিভাবক মো:শামীম হোসেন । ৭/ছাত্র অভিভাবক মোঃ আহাদ মোল্লা, সভাপতির বাল্যবন্ধু। ৮/দাতা ছাত্র অভিভাবক মো:হাতেম আহমেদ সভাপতির ফুফা। ৯/শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ইনামুল কবীর, সুপারের আপন ভাই। ১০/শিক্ষক প্রতিনিধি মোসাম্মৎ সেলিনা খানম সুপারের দুলাভাইয়ের ভাবি। ১১/শিক্ষক প্রতিনিধি মো:আ: কাদের মোল্লা । ১২/মোহাম্মদ কায়সার মোল্লা বিদ্যুৎসাহী,। সভাপতির আপন ভাই।

উক্ত কমিটির স্বজনপ্রীতি সম্পর্কে নলদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ পাখির কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন ওই সমস্ত স্বজনপ্রীতি ও দুর্নীতি, অনিয়ম, সমস্ত কিছু ই করেছে মাদ্রাসার সুপার মোঃ বাকি বিল্লাহ,ওই কমিটি আমাকে বলে করেন নাই ।