সিলেটে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এর মধ্যেই রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতিকে আরো অবনতির দিকে নিয়ে যাবে।শনিবার (১৮ জুন) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

‘ফটোশপের ফ্রি ওয়েব ভার্সন আনছে অ্যাডোবি’

চলতি মৌসুমে এই পরিমাণ বৃষ্টিপাত হয়নি। তিনি বলেন, আগামী ২২ জুন পর্যন্ত অতিভারী বর্ষণ হবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে। এরপর ধীরে ধীরে কমবে। তবে সব জায়গায় অতিভারী বর্ষণ হবে তা নয়। এক্ষেত্রে মাঝারি ধরণের ভারী থেকে অতিভারী বর্ষণ হবে।

এদিকে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে-রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, খৃুলনা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী,

নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।