

রুখতে হবে ধর্ষণ, শুরু হোক গর্জন’ স্লোগানে সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) দুপুর ২ টায় ধর্ষণবিরোধী প্রতিবাদী মানববন্ধন করেছে বুড়িরহাট মন্টুরমিলের সাধারণ শিক্ষার্থীরা।
বুড়িরহাট মন্টুরমিলের সাধারণ শিক্ষার্থীরা এসময় মিছিলে খুন, ধর্ষণ নিপীড়ন রুখে দাঁড়াও জনগণ, অবিলম্বে ধর্ষকদের বিচার করো, করতে হবে, ধর্ষকেরা ধর্ষণ করে, প্রশাসন কি করে? আমি কে তুমি কে, আছিয়া আছিয়া বলে স্লোগান দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, প্রথমত ধর্ষকের সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, দ্বিতীয়ত, ধর্ষণ মামলার তদন্ত ৭ দিনের মধ্যে এবং ৩০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, তৃতীয়ত, ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিতে হবে এবং সরকারকে পরিবারের দায়-দায়িত্ব নিতে হবে।প্রতিবাদ মিছিলে অংশ নেয় বুড়িরহাট মন্টুরমিলের সাধারণ শিক্ষার্থীরা।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।