শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধি : কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত একাডেমিক ভবনের শুভ উদ্ভোধন করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব আক্তারুজ্জামান বাবু।রবিবার (৭ নভেম্বর) বিকেল ৪ টায় মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় চত্ত্বরে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শেখ আছাদুর রহমান পিয়ারুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, খুলনা সহকারী প্রকৌশলী মো: আশরাফুল হক, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মো: কওছার আলী জোয়াদ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, হরিঢালী ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আ’লীগের সহ-সাধারণ সম্পাদক ও

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজের অধ্যক্ষ মো: মেজবাহ উদ্দীন, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: কবির আহম্মেদ,কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,

মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা। অনুষ্ঠানের শুরুতে বিকেল ৪ টায় এমপি আক্তারুজ্জামান বাবু বিদ্যালয়ের সম্প্রসারিত একাডেমিক ভবনের শুভ উদ্ভোধন করেন। এর আগে এমপি মহাদয় কপিলমুনি জাফর আউলিয়া ফাজেল (ডিগ্রী) মাদ্রাসা আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এমপি আক্তারুজ্জাম বাবুর আম্মা মরহুমা ফাতেমা খানমের রুহের মাগফিরাত কামনা ও মাদ্রাসার ৪ তলা বিশিষ্ঠ একাডেমিক ভবন নির্মাণ কাজের পরিদর্শন করেন। জাফর আউলিয়া (রহ:) এর মাজার জামে মসজিদে যোহরের নামাজ আদায় এবং মাজার জিয়ারত করেন।