রাকিব মিয়া রিফাত,ইবি প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দৈনিক কালের কণ্ঠের স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘শুভসংঘ’র আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের ক্রিকেট মাঠে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ২০২৩ কার্যনির্বাহী বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনজুরুল ইসলাম নাহিদ সভাপতি ও বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আর. কে. রাজু সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন কালের কণ্ঠের কুষ্টিয়া অঞ্চলের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক। এছাড়া উপদেষ্টা হিসেবে আছেন, বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল, কালের কণ্ঠের সহ-সম্পাদক (অনলাইন) শাহাদাত তিমির, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরকার মাসুম ও সভাপতি আবু হুরাইরা।
কমিটি ঘোষণাপূর্ব আলোচনাসভায় প্রধান উপদেষ্টা তারিকুল হক তারিক, উপদেষ্টা শরিফুল ইসলাম জুয়েল, সরকার মাসুম, শুভসংঘ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক কাকলী আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম, ইসলামী বিশ^বিদ্যালয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু বক্তব্য রাখেন।
বক্তারা শুভসংঘের কার্যক্রম, লক্ষ্য-উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এসময় সংগঠনটির সদস্যরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ও সমাজকল্যাণমূলক কাজে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আনিছুর রহমান, রাকিব হোসেন রেদওয়ান, নুসরাত নাইস, যুগ্ম সাধারণ সম্পাদক মুকিতুল হাসান তরঙ্গ, ফাহাদ আল ফয়সাল, ওয়ালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আরজিনা খাতুন, দপ্তর সম্পাদক পবিত্র চন্দ্র পার্থ, সহ-দপ্তর সম্পাদক অর্ণব হাসান, অর্থ সম্পাদক মেহেদী হাসান, সহ-অর্থ সম্পাদক ফরহাদ খাদেম।
সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আফিফা হুমায়রা, সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহমাদ গালিব, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, ক্রীড়া সম্পাদক আবির হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহিন রাজা, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোর্শেদ মামুন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাজমুল হোসাইন, আইন বিষয়ক সম্পাদক মাসুদ রানা, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক অভি মিয়া, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সানজিদা হক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন, মাহমুদুর রহমান, রবিউল ইসলাম, মীম খাতুন, আইরিন সুলতানা ইশা, সুমন রানা, সজিব হাসান ও মেহেদি হাসনাত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।