জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক সমাজের নতুন সভাপতি পদে দ্বায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড.নূর মোহাম্মদ।
২৩ নভেম্বর (বৃহস্পতিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা শিক্ষক সমাজের সাধারন সভায়, সভাপতি পদটি শূন্য থাকায় গঠনতন্ত্র অনুযায়ী সহসভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ এই দায়িত্ব গ্রহণ করেন।
জবি স্বাধীনতা শিক্ষক সমাজের সাধারন সম্পাদক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বর্তমান সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। সেবা প্রদানে নিজেকে নিয়োজিত রাখতে চাই।বঙ্গবন্ধুর আদর্শ চর্চা করতে চাই। শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ চর্চার ব্যাপারে উৎবুদ্ধ করতে চাই।
এর আগে গত মঙ্গলবার (২১ নভেম্বর) জবি স্বাধীনতা শিক্ষক সমাজ থেকে পদত্যাগ করে পুনরায় নীলদলে যোগ দিয়েছেন তিনজন শিক্ষক। তারা হলেন, স্বাধীনতা শিক্ষক সমাজের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক ড. হোসনে আরা বেগম, সভাপতির পদত্যাগের ফলে পদটি খালি থাকায় শিক্ষক সমাজের গঠনতন্ত্র অনুযায়ী তাকে এ দায়িত্ব দেওয়া হয়। পদত্যাগকারী অন্য দুই সদস্য হলেন অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার এবং অধ্যাপক ড. আসমা বিনতে ইকবাল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।