বৃহস্পতিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন প্রফেসর ড. মো: শাহ্ আজম।
পদত্যাগপত্রে প্রফেসর ড. মো: শাহ্ আজম উল্লেখ করেন যে, ‘আপনার আদেশক্রমে আমাকে গত ৭ ডিসেম্বর ২০২২ তারিখে ৩৭.০০.০০০০.০৭৯.৯৯.২৪১.১৮.৩৫৫ নং স্বারকের পত্রের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিলো এবং সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম এবং আমার পূর্বতন কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক পদে প্রত্যাবর্তন করছি।”
পদত্যাগপত্রে আরো উল্লেখ করেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান। শিক্ষা ও গবেষণায় উপযুক্ত পৃষ্ঠপোষণা পেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার বিস্তার ও গবেষণায় একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে। আশা করি বিশ্ববিদ্যালয়টি আপনার পৃষ্ঠপোষণা অর্জনে সমর্থ হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। বর্ণিত অবস্থায় আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি।’
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো: শাহ আজম ২০২১ সালের ৭ ডিসেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।