বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা। ৪৮ বছর বয়সেও বহু পুরুষের মনে ঝড় তুলতে এখনো সক্ষম এই অভিনেত্রী। সুইমিং পুলে ফের আগুন ধরালেন তিনি।

মালাইকার চোখেও যেন লাস্যের ভাষা কথা বলছে। ভারতে এমটিভি চালু হওয়ার পর তিনি ছিলেন চ্যানেলটির সবচেয়ে জনপ্রিয় ভিডিও জকি বা ভিজে। তিনি দ্রুত ভারতে একজন আকর্ষণীয় মডেল ও উপস্থাপিকায় পরিণত হন।

বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার সপ্রতিভ উপস্থাপনায় মুগ্ধ হয়ে এমটিভি ইন্ডিয়া তাকে তাদের চ্যানেলে নিয়োগ দেয়। এখান থেকে তিনি তার মডেলিং জীবন প্রসারিত করেন। মালাইকা এ সময় প্রভূত বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। এ ছাড়া হিন্দি চলচ্চিত্রে গানের চিত্রায়ণে অংশ নিয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন।

বলিউড অভিনেতা আরবাজ খানের স্ত্রী ছিলেন এই মালাইকা। যার সাথে একটি কফির বিজ্ঞাপনে তার প্রথম দেখা হয়েছিল। তাদের আরহান নামে একটি পুত্রসন্তান রয়েছে।

মালাইকা নতুন প্রেমে মজেছেন সেটা সকলেই জানেন। সিদ্ধার্থের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন, এমনটাই শোনা যাচ্ছে।

সেটা বাস্তব হোক আর অবাস্তব হোক, ৪৮ বছর বয়সে এসেও যে তিনি নেটিজেনদের হৃদয়ে ঝড় তুলে যাচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না।

 

কলমকথা/ বিথী