আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবির প্রদর্শনী পশ্চিমবঙ্গে বন্ধ করার আবেদন জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) কলকাতা হাইকোর্টে মামলাটি দায়ের করেছেন আইনজীবী নাজিয়া ইলাহি খান।

মামলায় দাবি করা হয়েছে যে, এই ছবিতে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে, এমন কয়েকটি দৃশ্য ও সংলাপ রয়েছে যার জেরে বিঘ্নিত হতে পারে শান্তি শৃঙ্খলা। তাই অবিলম্বে আমিরের এই ছবির প্রদর্শনী বন্ধ করা উচিত। শিগগিরই এই মামলার শুনানি হওয়ার কথা।

মুক্তির প্রথম দিন থেকেই বয়কটের মুখে পড়ে ‘লাল সিং চাড্ডা’। সোমবার দায়ের হওয়া জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে যে, এই ছবিতে বেশ কিছু উস্কানিমূলক বিষয় রয়েছে, যা প্রভাব ফেলতে পারে সমাজে। মুক্তির আগে থেকেই ‘লাল সিং চাড্ডা’ সোশ্যাল মিডিয়ায় বয়কট ডাক দেয়া হয়।

২০২০ সালে আমির খানের তুরস্ক সফর এবং তুরস্কের ফার্স্ট লেডি এরদোগানের সঙ্গে একটি বৈঠকের জেরে তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। দেশে অসহিষ্ণুতা নিয়ে পুরোনো মন্তব্যের জন্যও সোশ্যাল মিডিয়ায় আমিরকে নিয়ে তোলপাড় শুরু হয়।