আগামী দুই দিন সাজেকের সকল রিসোর্ট, কটেজ ও যান চলাচল বন্ধ থাকবে।

রাঙামাটির বাঘাইছড়িতে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন উপলক্ষে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে যথারীতি সব উন্মুক্ত থাকবে।

সাজেক মেঘালয় রিসোর্টের মালিক ও সাজেক বাঘাইহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জুয়েল আইস বলেন, আমরা প্রশাসনের নির্দেশনা মেনে অগ্রিম বুকিং বাতিল করেছি। পরবর্তীতে বুকিং দেওয়া পর্যটকদের সঙ্গে যোগাযোগ করে সমন্বয় করব।

সাজেকের রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বলেন, ভোটারদের নিরাপত্তা ও যাতায়াত সুগম করতে প্রশাসনের নির্দেশনাকে আমরা গুরুত্ব দিয়ে আগামী দুই দিন সকল বুকিং বাতিল করেছি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার বলেন, শনিবার সন্ধ্যার পর থেকেই সাজেক সড়কে যানচলাচলে বিধিনিষেধ আরোপে মাঠে থাকবে পুলিশ।

 

কলমকথা/সাথী