বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১৫ হাজার ফেরত পাঠিয়েছে কুয়েত। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত চলমান নিরাপত্তা অভিযানে স্থানীয় আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করে এদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করাহয়েছে, বৈধ বাসস্থান থাকা সত্ত্বেও যাদের আয়ের উৎস নেই, অধিকাংশই প্রান্তিক কর্মী- এক মালিকের ভিসায় এসে অন্য মালিকের কাজ করা স্থানীয় আইনের লঙ্ঘন।
মাদক বেচাকেনা, ট্রাফিক আইন লঙ্ঘন, ভিক্ষাভিত্তি ও পতিতাবৃত্তিসহ নানা অপরাধে জড়িত থাকার দায়ে অভিযানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, মিসরের নাগরিকদের গ্রেফতার করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনে কুয়েতে বসবাসকারী বিদেশি (প্রবাসী) ধারা ১৬ সক্রিয় করতে শুরু করেছে দেশটির সরকার। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অপরাধ ভিত্তিতে স্থানীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে কুয়েত সরকার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।