ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। এর মধ্যে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৩০ জন। এসময়ের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ৩২৫ জনের। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, এদিন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে ২৬ হাজার ৫৩৮। এরপর রয়েছে পশ্চিমবঙ্গ। সে রাজ্যে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ২২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ওমিক্রনেও সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে ৭৯৭ জন। এরপর দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৪৬৫ জন। ইতোমধ্যে দেশের ২৬ রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন।

এছাড়া রাজস্থানে করোনার নতুন এ ধরনে আক্রান্ত হয়ে ৭৩ বছর বয়সি এক বৃদ্ধ মারা গেছেন। করোনার নতুন ধরনে ভারতে তিনিই প্রথম মারা গেলেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়, তিনি টিকা নিয়েছিলেন এবং সম্প্রতি ভ্রমণের কোনো ইতিহাস নেই। এর আগে গতকাল বুধবার (৫ জানুয়ারি) দেশটিতে করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ৫৮ হাজার ৯৭ জন।