ভারতের সুপ্রিম কোর্ট সপ্তদশ শতাব্দীর মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন আগ্রার তাজমহল রক্ষায় একটি গৃরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। এতে বলা হয়েছে, তাজমহলের ৫০০ মিটার পরিধির মধ্যে কোনো দোকানপাট রাখা চলবে না। সব ধরনের বাণিজ্যিক কাজকর্ম নিষিদ্ধ ওই এলাকার মধ্যে। খবর আনন্দবাজার পত্রিকার।

সোমবার এ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশ যাতে ঠিক ভাবে পালন করা হয়, তা দেখার দায়িত্ব আগ্রা উন্নয়ন পর্ষদকে দিয়েছে ভারতের এ শীর্ষ আদালত। সপ্তদশ শতাব্দীর এই স্থাপত্যের আশপাশে অবৈধ ভাবে দোকানপাট গড়ে উঠছে, এই অভিযোগ তুলে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে।

আরোও পড়ুন: 

অল্পতেই রেগে গেলে হতে পারে যে প্রাণঘাতী রোগ

প্রথমবার প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত দীঘি

সেই মামলায় বিচারপতি সঞ্জয় কিসান কল এবং বিচারপতি এএস ওকার ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ, তাজমহলের সীমানা প্রাচীর থেকে ৫০০ মিটার পরিধির মধ্যে যেসব বাণিজ্যিক কাজকর্ম হয়ে থাকে, তা বন্ধ করতে হবে আগরা উন্নয়ন পর্ষদকে।