জ্বালানি খাতে সরকার আর কোনো ভর্তুকি দেবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিন বলেছেন, জ্বালানি খাতে যে পরিমাণ খরচ হচ্ছে, ভোক্তার কাছ থেকে সে পরিমাণ অর্থই নেওয়া হবে।

পার্শ্ববর্তী দেশ ভারত যে দামে জ্বালানি কিনছে, সে দামেই বিক্রি করছে। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ এর ‘স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ ফর এনার্জি সিকিউরিটি টু এটেইন সাসটেইনেবল গ্রোথ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

সেমিনারে গ্যাস খাত নিয়ে ব্যবসায়ীদের সমালোচনার জবাবে নসরুল হামিদ বলেন, ২০০৯ সালে দিনে গ্যাস উৎপাদন হতো ১৬০ কোটি ঘনফুট।

এটি বাড়িয়ে আওয়ামী লীগ সরকার ২৭০ কোটি ঘনফুট করেছে। বিদ্যুৎ খাতের সাফল্যে শুধু শিল্পায়নই নয়, গ্রামও বদলে গেছে বলে উল্লেখ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এখন সহনীয় দামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধান নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, সমুদ্রে গ্যাসের ব্যাপক সম্ভাবনা এখনও প্রমাণিত নয়।

সম্ভাবনা না থাকায় কনোকো, দাইয়ুর মতো একাধিক কোম্পানি চলে গেছে সমুদ্রে অনুসন্ধান কাজ শেষ না করে। গ্যাসের দাম বেড়েছে। অনেক বিদেশি কোম্পানি সমুদ্রে অনুসন্ধানে আগ্রহ দেখাচ্ছে।