- চট্টগ্রামের কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ৪৯,২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন কে আটক র্যাব-৭, চট্টগ্রাম।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
চট্টগ্রামের কক্সবাজারে গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ ডিসেম্বর ২০২০ ইং তারিখ আনুমানিক ০৬ ঘটিকায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ শাহিন (৩৮) কে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৪৯,২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।