ঝালকাঠি জেলা, নলছিটি থানা,আমিরাবাদ ইউনিয়ন ১নং ওয়ার্ড, কাঠিপাড়া গ্রামে ফকির বাড়ি ২৭.০৬.২০২১ তারিখ রাত ৩ টার দিকে নেছার ফকির (৩৮) বাসার দরজা ভেঙ্গে ঢুকে হাত, পাও মুখ বেধে তার স্ত্রী সাথী বেগম (২৬) এর উপর অমানুষিক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করে, সাথী বেগম এর চিৎকার শুনে পাশের বাড়ির মানুষ এসে পরায় দা, রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে দুই হাতে,গলায় ও পিঠে জখম এবং গলার চেইন, হাতের বালা ও কানের সোনা আনুমানিক মূল্য (৮০০০০) টাকা নিয়ে আসামিরা ঘটনা স্থান থেকে পালিয়ে যায় । পরে এলাকা বাসি এসে তাদের কে উদ্ধার করে ঝালকাঠি সদর হসপিটাল ভর্তি করে তারা এখনো হসপিটালে ভর্তি অবস্থায় আছে।
নলছিটি থানা পুলিশের এএসআই রিয়াজ, নাজমুল হাসান সকালে ঘটনা স্থান তদন্ত করে।
আজ সকালে নেছার ফকির নিজে বাদিহয়ে মামলা দায়ের করে তা নলছিটি থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ আতাউর রহমান মামলা এজাহার করবেন না বলে বাদি নেছার ফকির কে জানান ।
আসামি ৮ জন হল ,
১.একুব আলি ফকির(৫০) বাবা মৃত কাছেম ফকির,
২. জসিম ফকির (২৮) বাবা একুব আলি,
৩. রিপন ফকির (২৯) বাবা ছালাম ফকির, ৪.ইমন ফকির (২২) বাবা কালাম ফকির,
৫.ছালাম ফকির (৬২) বাবা মৃত কাছেম ফকির
৬.কালাল ফকির (৫০) বাবা মৃত কাছেম ফকির ,৭.বাদল ফকির (৪০) বাবা মৃত কাছেম ফকির, ৮.জহিরুল ফকির (৩১)বাবা মৃত কাছেম ফকির।
এলাকাবাসি জানান এরা নানা রকম ডাকাতি সন্ত্রাসী ছিনতাই অপকর্মে লিপ্ত থাকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।