অ্যাপলের বিরুদ্ধে আইফোন ধীর গতির আইনি অভিযোগ তুলেছে কনজুমার চ্যাম্পিয়ন জাস্টিন গুটম্যান।গুটম্যানের অভিযোগে বলা হয়েছে, অ্যাপলের নতুন আপডেটে পারফরমেন্স বৃদ্ধির পরিবর্তে ফোনকে ধীর গতির করে দেয়া হয়েছে।
এক শ্রেণির রাজনৈতিক দলের গাত্রদাহ শুরু হয়েছেঃ প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
যুক্তরাজ্যে এমন ২৫ মিলিয়ন ব্যবহারকারীর ক্ষেত্রে এ ঘটনা ঘটায় তিনি ৭৬৮ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দাবি করেছেন।
এদিকে, বিবিসি’র বরাতে অ্যাপল জানায়, তারা কখনোই জেনেশুনে এ কাজটি করেনি। অ্যাপলের বিরুদ্ধে অভিযোগটি এভাবে উঠেছে যে, অ্যাপল তার পুরনো ফোনের গতিকে ধীর করে দিয়েছে।
বিবাহ্ করতে রাজি না হওয়ায় প্রেমিকে হত্যা! প্রেমিকা গ্রেফতার
গুটম্যান আরও জানান, সফটওয়্যার আপডেটের সময় ডাউনলোড ডিস্ক্রিপশনে দেয়া তথ্য এবং ফোন ধীর গতি হওয়ার বিষয়ে পরিষ্কারভাবে উল্লেখ করা নেই।
এই অভিযোগে যেসব মডেল রয়েছে, সেগুলো হলো, আইফোন ৬, ৬ প্লাস, ৬ এস প্লাস, এসই, ৭, ৭ প্লাস, ৮, ৮ প্লাস এবং আইফোন এক্স মডেলগুলো। অ্যাপল জানায়, আমরা কখনোই এমন কাজ করিনি, বা করবো না,
যেখানে আমাদের পণ্যের আয়ু কমে যেতে পারে, বা ব্যবহারকারীদের অভিজ্ঞতা খারাপ হতে পারে। আমাদের সবসময়ই এমন উদ্দেশ্য থাকে, যেনো ক্রেতারা আমাদের পণ্য পছন্দ করে এবং আইফোনকে যতদিন সম্ভব ব্যবহার করতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।