সর্বশেষ আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালে সেনেগালের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মিশরের। চোখের সামনে লিভারপুল সতীর্থ সাদিও মানেকে শিরোপা হাতে উল্লাস করতে দেখেছেন মোহামেদ সালাহ।
তবে এবার সেই হারের প্রতিশোধ নিলেন মিশরীয় ফরোয়ার্ড। আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম লেগে গতকাল শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাতে মিশরের রাজধানী কায়রোয় ১-০ গোলে জয় পেয়েছে স্বাগতিকরা।
গোলটি আত্মঘাতী হলেও তাতে মূল অবদান মোহামেদ সালাহর। গত ৬ ফেব্রুয়ারি আফকনের ফাইনালে হেরে যাওয়ার পর থেকে মিশর এই দিনটির অপেক্ষাতেই ছিল। আর প্রথম সাক্ষাতেই সেনেগালিজদের হারিয়ে বিশ্বকাপের পথে কিছুটা এগিয়ে গেল কার্লোস কুইরোজের শিষ্যরা।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।