বাংলাদেশ ক্রিকেটে একটা সময় অপরিহার্য খেলোয়াড় ছিলেন সৌম্য সরকার, সাব্বির রহমান ও মোহাম্মদ মিঠুন। গত ২০১৯ বিশ্বকাপেও তারা ছিলেন এক দলের। সময়ের ব্যবধানে তারা আজ কেউই নেই জাতীয় দলে।

খুব বেশি আলোচনাও হয় না এই ত্রয়ীকে নিয়ে। কিন্তু জাতীয় দলে তাদের আবার ফিরতেই হবে। এজন্য তাদের ফেরার মঞ্চ তৈরি করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টাইগার্সের দ্বিতীয় পর্ব সোমবার (১৩ জুন) থেকে শুরু হয়েছে। গতকাল মিরপুর শের-ই-বাংলায় রিপোর্টিংয়ের পর আজ থেকে শুরু হয়েছে স্কিল ট্রেনিং।

কখনও ভালো খেলবে। কখনও খারাপ। খারাপ করলে বাদ পড়বে। আবার ভালো করলে দলে ঢুকবে। ওদের জন্য ভালো একটি সুযোগ বাংলাদেশ টাইগার্স ক্যাম্প। এখানে ভালো করলে অবশ্যই ভালো কিছু হবে ওদের জন্য।

সকালে ব্যক্তিগত ট্রেনিং শুরুর আগে ফিটনেস ট্রেনিং হয়। এরপর লম্বা সময় দলগত স্কিল ট্রেনিং। সৌম্য, মিঠুন জাতীয় দল থেকে প্রায় একই সঙ্গে বাদ পড়েন। সাব্বির আরও আগে। তাদের প্রত্যেকের জন্য এই প্রস্তুতি ক্যাম্প জাতীয় দলে ফেরার মঞ্চ।

এখানে ভালো করলেই কেবল খুলতে পারে জাতীয় দলের দুয়ার। নির্বাচক কমিটির হাবিবুল বাশার সুমন তাদের থেকে বড় প্রত্যাশা করছেন, ওরা সব সময়ই আমাদের নজরে ছিল। কেউ আড়াল হয়নি। জাতীয় দল সব সময়ই চক্রের মতো।