রবীন্দ্রনাথ সরকার রিপন, রংপুর প্রতিনিধিঃ : শ্রীকৃষ্ণ হলেন হিন্দুধর্মে পরম পুরুষোত্তম ভগবান। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান ।জগতের কল্যাণের জন্য মানবরূপে জন্ম গ্রহণ করেছিলেন। দুষ্টের দমন শিষ্টকে পালন আবির্ভাব হন।

শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ১৪২৯ বঙ্গাব্দ।১৯ আগস্ট ২০২২ ইং রোজ শুক্রবার কুড়িগ্রাম রাজারহাট উপজেলা কেন্দ্রীয় দূর্গা মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু করে রাজারহাট সদর শহরে কয়েকটি স্থান পদযাত্রা করে আবার মন্দিরে এসে শেষ করেন মঙ্গল শোভাযাত্রা।

আয়োজনে রাজারহাট কেন্দ্রীয় দূর্গা মন্দির। এছাড়াও ভগবান শ্রী, কামারপাড়া, ঘড়িয়ালডাঙ্গা মন্দির রাজারহাট, কুড়িগ্রাম।কৃষ্ণে এ আবির্ভাব তিথী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা পালিত হয়।আয়োজনে, সনাতনী বিদ্যা নিকেতন।