আজ মাগুরা জেলা প্রশাসকের নির্দেশে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত নির্দেশনা বাস্তবায়ন ও এক সপ্তাহের লকডাউন কার্যকরে মাগুরা জেলার বিভিন্ন জায়গায় কোভিট-১৯ সচেতনতা ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এর মধ্যে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পালের নেতৃত্বে ও মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তারক বিশ্বাস মহোদয়ের সহযোগিতায় যৌথভাবে মহম্মদপুর উপজেলা সদর বাজার, আউনাড়া, কানুটিয়া, ধোয়াইল, বেথুলিয়া ও বিনোদপুর সহ বিভিন্ন জনসমাগম এলাকায় ব্যাপক প্রচারণা চালায়।
মহম্মদপুর উপজেলা নির্বাহি অফিসার মহোদয় হ্যান্ড মাইকিং এর মাধ্যমে হেঁটে হেঁটে সকল ব্যবসায়ী ও সাধারন পথচারীদের করোনার ভয়াবহতা সম্বন্ধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং লকডাউন পালনে কঠোর হুশিয়ারি প্রদান করেন।
এছাড়াও লকডাউন নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার ঘোষিত ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্য এ সময় আরও উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন কর্মকর্তা প্রমুখ। এসময় একটি স্লোগান বেশি প্রচার করা হয়।তাহলো “স্বাস্থ্যবিধি মেনে চলি, সকলে মিলে কোভিড-১৯ প্রতিরোধ করি”।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল মহোদয় বলেন,লকডাউন কার্যকরে ও করোনা বিস্তার রোধকল্পে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।