সংবাদ সম্মেলন
লক্ষ্মীপুরে দিঘলী ইউনিয়ন উপ- নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কা আলতাফ হোসেন খাঁনের নিবাচনী অফিস কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ২০ জুলাই ২০২২ইং লক্ষ্মীপুর রোজ গার্ডেন এন্ড চাইনিজ রেস্টুরেন্টে বুধবার বেলা ১ ঘটিকার দিকে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করেন আলতাফ হোসেন খান।
দিঘলী ঘোড়া মার্কা প্রতীকে আলতাফ হোসেন খাঁন হলেন একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান স্বতন্ত্র প্রার্থী হয় ঐ ইউনিয়নের নৌকার প্রতীকের সালাউদ্দিন জাবেদ চৌধুরী তার বাহিনী বিরুদ্ধে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে। স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন খাঁন এর অফিস ভাঙচুরও মামলা প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেন।
- স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন খাঁন বলেনঃ আগামী ২৭-০৭-২০২২ ইং দিঘলী উপ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, উক্ত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে নৌকা মার্কা প্রতীক জাবেদ চৌধুরী ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী পেটুয়া বাহিনী ৫০-৬০জন নিয়ে গত ১৯-০৭-২২ইং তারিখ সন্ধ্যা ৭.০০ টার পরে আমার নির্বাচনীয় কার্যালয়ে আসিয়া অতর্কিতভাবে কর্মীদের উপর হামলা করে নির্বাচনীয় অফিস ভাঙচুর করে। কর্মীদের শোর চিৎকার শুনে আশেপাশের লোকজন আসলে ভাড়াটিয়া সন্ত্রাসীগন ঘটনাস্থল ত্যাগ করে। বিভিন্ন স্থান থেকে ঘোড়া মার্কা পোস্টার ব্যানার ছিড়ে সেরে ফেলা হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য কেন্দ্রগুলোতে ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং মোবাইল কোড পরিচালনা সহ আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ রেব বিজিবি এবং সিসি ক্যামেরা প্রতিটি কেন্দ্রে ১জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
- ঘোড়া প্রতীকে আলতাফ হোসেন খাঁন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।