মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশের দেশের সর্ববৃহৎ সাবেক ছিটমহল, বিলুপ্ত দাসিয়ার ছড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকালে সুপার শাহনুর আলমের আয়োজনে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শেখ ফজিলাতুন্নেছা দাখিল
মাদ্রাসার সভাপতি আব্দুল খালেক, সুপার শাহনুর আলম, দাসিয়ারছড়া আওয়ামীলীগ শাখার যুগ্ম আহ্বায়ক নুর আলম, ছাত্রলীগ নেতা জাকির সরকার সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে জন্য বিশেষ মোনাজাত করা হয় এবং ছাত্র-ছাত্রীদের মাঝে শেখ রাসেলকে নিয়ে রচনা, চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।