সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ “শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচাই প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী ২০২২অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত কমিউনিটি ক্লিনিকের আয়োজনে র্যালী বের হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা,কর্মচারী ক্লিনিকের সাপোর্ট গ্রুপের সদস্যগণ,এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। একই দিনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গাইবান্ধা জেলার সিভিল সার্জন ডাঃ আঃ মঃ আখতারুজ্জামন এর উপস্থিতিতে কেক কাটা হয়।
কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে অন্যান্য সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ, ফুলছরি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডাঃ মোঃ রফিকুজ্জামান সরকার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনুর ইসলাম মন্ডল, সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ
আরিফুজ্জামান,রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রেজিস্ট্রার শিশু বিভাগ ডাঃ মোঃ আশরাফুজ্জামান সরকার,মেডিকেল অফিসার ডাঃ বিশ্বেশ্বর চন্দ্র বর্মন,আবাসিক মেডিকেল অফিসার ( অতিরিক্ত দায়িত্বে) ডাঃ মোঃ এনামুল হক, সহ সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং উপজেলা কমিনিউটি ক্লিনিকের সকল সিএইচসিপি প্রতিনিধিবৃন্দ।
এসময় অতিথিরা বলেন,দেশের প্রত্যন্ত অঞ্চলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে গ্রামীণ জনপদে প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নিজস্ব একটি প্রকল্পের নাম কমিউনিটি ক্লিনিক প্রকল্প।
এ প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের যাত্রা শুরু। ১৯৯৬ সালে রাষ্ট্রক্ষমতায় এসে‘সবার জন্য স্বাস্থ্য’ নীতিমালা বাস্তবায়ন এবং তৃণমূলের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক প্রকল্প গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ২০০০ সালের ২৬ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নে গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় দিবসটি উদযাপিত হয়ে আসছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।