মোঃ জসিম উদ্দিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত)’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১-২০২২ অর্থবছরে বাস্তবায়িত প্রকল্পের আওতাধীন দিনাজপুর জেলার খানসামা উপজেলাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্ত্বরে এই আয়োজন হয়।
খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মন্জুরুল হক প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার বিভিন্ন ইউনিয়নের (ক্ষুদ্র নৃগোষ্ঠী) প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ১০ জন শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয় ও শিক্ষাবৃত্তি প্রদান হয় মোট ৬০ জন শিক্ষার্থীকে। এরমধ্যে ৪০ জনকে দেওয়া হয় ২৪০০ টাকা হিসেবে মোট ৯৬ হাজার টাকা ও ২০ জনকে ৬ হাজার হিসেবে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।