এস এ মিশন, সুন্দরগঞ্জ প্রতিনিধি:  সুন্দরগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় প্রভাতফেরী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর উদ্যোগে ধর্মপুর ডিগ্রি কলেজ এর সাহিত্য কর্ণারে ফাগুন সাহিত্য পত্রিকার সম্পাদক ইব্রাহিম আলী সরকারের সভাপতিত্বে ও শাকিল সাঈদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিস্তা সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক বাউল একরামুল হক, ফাগুন সাহিত্য পত্রিকার অর্থ ও প্রকাশনা সম্পাদক ই.আ.ম. ইমরান সহ অনেকে।

উক্ত আসরে কবিতা পাঠ করেন আফরোজা রনি, শাহাদাৎ হোসেন, শাহাদুল ইসলাম শিথিল,ই.আ.ম.ইমরান,শাকিল সাঈদ, ইব্রাহীম আলী সরকার সহ অনেকে।

অনুষ্ঠানে ইব্রাহীম আলী সরকার বলেন বৈশাখকে বরণ করার এমন অসাধারণ আয়োজনকে আমি সাধুবাদ জানাই। অসাম্প্রদায়িক চেতনাকে বুকে লালন করে প্রভাতফেরী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ কাজ করে যাবে সবসময় এই প্রত্যাশা।