দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে ভারতীয় কাঁচা মরিচের কেজি ১৬০ টাকা। গতকাল শনিবার (৬ আগস্ট) দেশি কাঁচা মরিচ প্রতি কেজিতে বিক্রি হয়েছিলো ২২০ টাকা দরে।

ভারত থেকে কাঁচা মরিচ আমদানির ফলে কমতে শুরু করেছে দাম। দাম কিছুটা কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আমদানি অব্যাহত থাকলে আরও দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা। রোববার (৭ আগস্ট) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা মোহাম্মদ আলী বলেন, দেশের বাজারে সব কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

এর মধ্যে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির ফলে কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। দেশের কৃষকরা কাঁচা মরিচ উৎপাদন করে থাকে। যখন ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ হয় তখন দেশের কৃষকরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। যার ফলে সাধারণ ভোক্তাদের অসুবিধায় পড়তে হয়। ভারত থেকে নিয়মিত কাঁচা মরিচ আমদানি হয় সেই বিষয়ে নজর রাখতে হবে।