ভারতে আয়োজিত আন্তর্জাতিক গবেষণা সফর ২০২২ এ অংশ নিচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩ শিক্ষক। এই গবেষণা সফর ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয় এবং আগামী ১৬ সেপ্টেম্বর শেষ হবে।
তারা নোবিপ্রবি গবেষণা সংসদের উপদেষ্টা হিসেবে এই সফরে অংশগ্রহণ করছেন।অংশগ্রহণকারী শিক্ষকরা হলেন শিক্ষা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জি এম রাকিবুল ইসলাম ও একই বিভাগের সহকারী অধ্যাপক নাজমুন নাহার চৈতি এবং ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্টের প্রভাষক মো.আতিকুজ্জামান।
আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বেঙ্গল ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ (বিপস) এর ৫ম আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে অংশগ্রহণ করবেন তারা।এছাড়াও কলকাতার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটি, হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন্সের সেমিনারে অংশগ্রহণ করবেন তারা। সেই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ, শিক্ষক-শিক্ষার্থী-গবেষকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবেন। এছাড়াও কলকাতার পাটুলি লাইব্রেরির আমন্ত্রিত অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন তারা।
ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির উদ্যোগে ৩য়বারের মতো আয়োজিত এই গবেষণা সফরে অংশগ্রহণ করছে দেশের ৮টি রিসার্চ সোসাইটির ২৫ জন তরুণ গবেষক, স্কলার ও শিক্ষক। আন্তর্জাতিক এই রিসার্চ ট্যুরের নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে বাংলাদেশ রিসার্চ সোসাইটি এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।