পুরনো প্রেমিক
তৃষা চামেলি


দিনে দিনে কতোকিছুই না পুরোনো হয়ে যায়
জামা, জুতো, অত্যাধুনিক অরনামেন্টস, ঘরদোর এমনকি এক সময়ের লেটেস্ট গাড়িও
কিছুদিন পর পর সবই পুরনোই বটে !
এভাবেই সবকিছু পাল্টে আপডেট
করে নিই যা সাধ্যে কুলায়

আজও সেই পুরনো প্রেমিক নিয়ে চলি
তাকে পাল্টানো কি অতীব জরুরি নয় ?
ব্যাকডেটেড প্রেমিক দেখে বন্ধুরা
টিপ্পনী কাটে যখন তখন
আপডেটেড মানুষ আমি
এসব আমার ধাচে সহ্য হয় !

যেই ভাবনা সেই কাজ ! ব্যস
প্রেমিকটাকে পালটেই ফেললাম
বন্ধুরা অনেকেই বাহবা দিলো
কেউবা হাসলো মুখ টিপে
কেউবা অতি আনন্দে খাওয়ালো
অভিজাত রেস্তোরাঁয়

নতুন প্রেমিক !
নতুন ভাবনা!
আনকোরা জীবন!
বেশ ভালোই চলছে দিনকাল
আহা্ কী যে আনন্দ জীবন !
এভাবে মুখরতা বেশ কিছুদিন

দিনে দিনে নতুন প্রেমিকের শরীর থেকে
কেমন যেন গিরগিটির গন্ধ ভেসে আসে
আমার চতুর্দশী চাঁদআকাশে এখন
কদর্য মেঘের গর্জন
হঠাৎই বজ্রপাত !

জ্ঞান ফিরতেই দেখি
বিছানায় আমার ঝলসানো শরীর
ভেতরে বাহিরে কেমন যেন
মমতাময় স্পর্শের কোমল অনুভব

শিয়রে বসে হৃদয়ে সূর্যের মতো দগদগে ক্ষত নিয়ে
ক্ষত স্থানে মলম লাগাচ্ছে
সেই পুরনো প্রেমিক
যাকে অবহেলায় ফেলে এসেছিলাম
অনেক অনেক দূ…..রে

তখন আমি নিঃশব্দে রবী ঠাকুরের
” পুরাতন ভৃত্য ” আত্মস্থ করতে থাকি