কানাডায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দিন দিন বেড়েই চলেছে। কানাডার প্রধান চারটি প্রদেশ ব্রিটিশ কলম্বিয়া, অন্টারিও, কুইবেক ও আলবার্টায় প্রতিদিনই রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হচ্ছে। আলবার্টার ক্যালগেরির করোনা পরীক্ষা কেন্দ্রে বিশাল লাইন দেখা গেছে। কানাডা জুড়েও প্রায় একই চিত্র।

ইতোমধ্যে বিভিন্ন প্রদেশের প্রধানরা সর্তকতা জারিসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। হাসপাতালে আগের তুলনায় রোগীর চাপ বাড়ছে। আইসিইউ পরিপূর্ণ অবস্থায় রয়েছে। আগের অনেক সার্জারি সিডিউল পিছিয়ে নেওয়া হচ্ছে। জরুরি রোগী ছাড়া হাসপাতালগুলো পরামর্শ দিচ্ছে বাড়িতে সেবা নিতে।

হেলথ কানাডার প্রধান চিকিৎসা উপদেষ্টা ডা. সুপ্রিয়া শর্মা বলেছেন যে, অনুমোদনটি একটি গুরুত্বপূর্ণ সময়ে দেওয়া হয়েছে। কারণ আমরা নতুন ধরনের মুখোমুখি হয়েছি। ওষুধটি উচ্চ-ঝুঁকিপূর্ণদের হাসপাতালে ভর্তির সংখ্যা হ্রাস করে স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ কমাতে সাহায্য করতে পারে।

ডা. শর্মা আরো বলেন, ক্লিনিকাল ট্রায়ালগুলো প্রমাণ করে যে, করোনার লক্ষণ শুরু হওয়ার তিন দিনের মধ্যে প্যাক্সলোভিড ব্যবহার শুরু করলে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ কমিয়ে দেয়। পাঁচ দিনের মধ্যে শুরু হলে ৮৫ শতাংশ মৃত্যুর ঝুঁকি কমিয়ে দেয়।

 

কলমকথা/বি সুলতানা