স্কুলব্যাগে করে তিন কেজি গাজা বহনের সময় মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী–পাটুরিয়া সংযোগ মোড় থেকে ছোটন শেখ (২৬) নামে এক বাসযাত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার বেলা ২টার দিকে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ছোটন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের নুর ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি হানিফ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে বাসের যাত্রী ছোটন শেখকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি স্কুলব্যাগ থেকে তিন কেজি গাজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। এ ঘটনায় গোয়েন্দা শাখার এসআই সৈয়দ আহজারুল ইসলাম বাদী হয়ে শিবালয় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।