মোঃইমরান হোসেন,স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত কাল বৃহস্পতিবার রাত ১.১৫ ঘটিকা হইতে সকাল ০৮.১০ ঘটিকার মধ্যে চুরির ঘটনাটি ঘটে। অজ্ঞাতনামা করে শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখান রোডস্থ বাদি মুহাম্মদ উমর ফারুক এর মালিকানাধীন আল্লাহর দান ভেরাইটিজ ষ্টোর নামীয় দোকানে এবং ১নং সাক্ষী মোঃ আসলাম এর মালিকানাধীন আসলাম ভেরাইটিজ ষ্টোর নামীয় দোকানে চুরির ঘটনায় থানায় একটি চুরি মামলা রুজু হয়।
ঘটনার পর হইতে অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার শ্রীমঙ্গল থানা সার্বিক দিক নির্দেশনা মোতাবেক মামলার তদন্তকারী অফিসার এসআই/সজীব চৌধুরী তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার ঘটনায় জড়িত সন্ধিগ্ধ হিসেবে আসামী ১। জাকারিয়া আহমেদ স্বাধীন (২৩), পিতা-মজিবুর রহমান, সাং-খাঁসগাও (সিন্দুরখান রোড), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে সে মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করিয়া তাহার সহযোগী অপরাপর আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে।
আসামী জাকারিয়া আহমেদ এর দেওয়া তথ্য মতে তাহার থাকার রুম হইতে চোরাই হওয়া বেশ কিছু সিগারেট ও ব্যবহারের জন্য সবান ক্রিম সহ নগদ ৩৭,১৫০/-(সাতত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা করেন। পরবর্তীতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া তাহার সহযোগী আসামী ২। আঃ রাশেদ (২২), পিতা-রহিম মিয়া, সাং-শাপলা বাগ (সিন্দুরখান রোড), ৩। মোঃ রনি (২০), পিতা-আঃ রহমান, সাং-গাজীপুর, ৪। মোঃ রমজান (২৫), পিতা-মৃত বাবুল মিয়া, সাং-সিন্দুরখান রোড (ব্রিজ সংলগ্ন), সর্ব থানা- শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজা‘দের গ্রেফতার করা হয়। আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।