যশোর জেলা মনিরামপুর উপজেলার রাজাগঞ্জে বাজারের পাশে ঝাপা বাওড়ে অবস্থিত ঐতিহ্যবাহী ভাসমান সেতুতে দর্শনার্থীদের উপচেপড়া ভীড়।

আগত দর্শনার্থীদের মুখে নাই মাস্ক স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করতে দেখা যায়।

বিশ্ব জুড়ে করোনা ভাইরাস মহামারীর আতংকে প্রাণের ভয়ে মানুষ যখন ঘরবন্দি বিশেষ করে ভারতের মানুষের দিকে তাকালে ভয়ে কম্পিত হয় শরিল।


ঠিক এমন এক মুহুর্তে আনন্দে উল্লাসে মেতে উঠেছে যশোর মনিরামপুরের জনগণ, এইভাবে ভাসমান সেতু পার্ক সিনেমা হলে মানুষের ঢল নামলে অবস্থা ভয়াবহ হতে পারে।

মানুষ এতটাই খারাপ হয়ে উঠেছে মৃত্যুর কথা ভুলে গিয়ে নাচ গান হাসি আনন্দ উল্লাসে মেতে উঠেছে যেন তাদের কোন চিন্তা ভাবনা নাই।

ঈদ উপলক্ষে এসমস্ত স্থানে প্রাশাসনের কঠোর নিরাপত্তা দেয়া উচিৎ বলে জানান এলাকার সচেতন ব্যাক্তিগন।

সরেজমিনে ভাসমান সেতুতে ঈদের দিন ও ঈদের দ্বিতীয় দিন গিয়ে দেখা যায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ।
সেতু কতৃপক্ষের ব্যাপক ইনকাম ৫ টাকার টিকিট ১০টাকা এবং ১০টাকার টিকিট ২০ টাকা নেয়া হচ্ছে এই আয়ের জন্য সেতু কতৃপক্ষ মানছে না সাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা।