নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর সিলেট জেলার শিক্ষার্থীদের সংগঠন জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হয়েছে শাফি সারোয়ার ও সাধারণ সম্পাদক হয়েছে মিন্টু মল্লিক।
১৯ শে সেপ্টেম্বর ( সোমবার) সংগঠনটির উপদেষ্টামণ্ডলী আগামী ১ বছরের জন্য কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি অমিতাভ পাল আকাশ, পার্থ দাশ, আকাশ সারথী, এস এম কে রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে, রফিকুল ইসলাম তানজিম, ইমাদ উদ্দিন সান্, জান্নাতুল সিমিন, সানজিদা সালমা। সাংগঠনিক সম্পাদক পদে সজিব কুমার ইয়াদব, তানভির ফাহিম, রিফাত জামিল রিয়াদ, অর্ঘ সিনহা, অমিতাভ পুরকায়ন্ত, সিঁথি ধর বৃষ্টি, ফেরদৌসী পারভিন।
প্রচার সম্পাদক পদে শাফি মাহবুব, উপ প্রচার সম্পাদক পদে এম. এ হাফিজ। অর্থ সম্পাদক পদে সাইফুল ইসলাম, উপ অর্থ সম্পাদক ইসরাত জাহান ইভা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে সুজেল আহমেদ, উপ – সাংস্কৃতিক সম্পাদক সমাপন দাস। ক্রীড়া সম্পাদক পদে তোফাজ্জল হক তানভির, উপ -ক্রীড়া সম্পাদক পদে সাদি চৌধুরী। ছাত্র বিষয়ক সম্পাদক সুজন রবিদাস, উপ ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সাইফ, ছাত্রী বিষয়ক সম্পাদক সামিয়া ইসলাম, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক চৈতি নাথ৷
এছাড়া কমিটিতে সদস্য পদে রয়েছেন মহিনুল আলম, জিল্লুর রহমান সোহান, জাকিরুর রহমান তুষার, শান্তা দেবনাথ, নিলোত্তমা দাস, সাদিয়া আফরোজ অমি, মুসা মোঃ তাকি, সাইমুল ইসলাম পলাশ, আমিনুল ইসলাম নিরব, স্বপন পাল, রাজিব কুমার, সামিয়া রহমান সিমু, সুপ্রিয়া সিনহা।
নবনির্বাচিত সভাপতি শাফি সারোয়ার বলেন, “জালালাবাদ ছাত্র কল্যান সমিতির নবঘটিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন। নোবিপ্রবি মাটিতে এক খন্ড সিলেট নতুন নেতৃত্বে নতুন উদ্যমে এগিয়ে যাবে । আপনারা জানেন এর আগেও সিলেটের বন্যাকবলিত মানুষের জন্য এগিয়ে গিয়েছিল জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি। আশাকরি এভাবে সংঘটনের সবাইকে একসাথে নিয়ে সামনের দিনগুলিতে এগিয়ে যাবে।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিন্টু মল্লিক বলেন, “জালালাবাদ ছাত্র কল্যান সমিতির সাধারণ সম্পাদক পদে আমাকে মনোনীত করার জন্য সবাইকে ধন্যবাদ। সংগঠনের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রেখে, সবাইকে সাথে নিয়ে সংগঠনকে আরো সক্রিয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো “।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।